বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে ফ্রিজের পঁচা-বাসী মাংস বিক্রি করার সময় হাতে নাতে আটক কসাই, ৩ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু চোরদের আটক করে আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি ! রাজারহাটে ২ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কিটনাশক বিতরণ গাজায় যুদ্ধবিরতি: কারাবন্দি ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল কুড়িগ্রামে ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল দ্বিতীয় বিয়ে করবে মালাইকা সরাসরি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের হাতে আছে আরো ২৪ ম্যাচ বিশ্ব মান দিবসে সচেতনতা বৃদ্ধির আহ্বান হয়রানি রোধে ১৫ অক্টোবর থেকে অনলাইনে জামিননামা
শারদীয় শুভেচ্ছা:
দেশ-বিদেশের সকল ধর্মাবল্মীদেরকে শরতের শারদীয় শুভেচ্ছা।- প্রধান সম্পাদিকা দিপালী রানী রায়। সকল গ্লানি মুছে যাক, জাগ্রত হোক বিবেক, পাঠক ও শুভাকাঙ্খীসহ দেশ-বিদেশের সকলকে শরতের শারদীয় শুভেচ্ছা- প্রকাশক ও সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

গায়ক ও রাজনীতিবিদ পবনের বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ স্ত্রীর

রিপোর্টারের নাম / ১৩ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

Spread the love

ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও রাজনীতিবিদ পবন সিংকে ঘিরে কিছুতেই বিতর্ক থামছে না। তারকার স্ত্রী জ্যোতি সিংয়ের বিরুদ্ধে হয়রানির গুরুতর অভিযোগ তোলার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। একইসঙ্গে স্বামীর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ জানিয়েছেন জ্যোতি।-বিনোদন তোলপাড়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী জ্যোতিকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন গায়ক পবন। তার অভিযোগ, পবন এফআইআর দায়ের করেছেন। আর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের হয়নি। আইনি প্রক্রিয়ার নিয়ম রক্ষায় জ্যোতিকে থানায় ডাকা হয়েছে।

এ অবস্থায় জ্যোতিকে থানায় যাওয়ার অনুরোধ করা হলে তিনি যেতে অস্বীকার করেন। একইসঙ্গে অভিযোগ করেন, কর্তৃপক্ষ তাকে প্রকাশ্যে অপমান করছে। একজন কর্মকর্তা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে আইনি ঝামেলা চলছে এবং জ্যোতি নাকি তার স্বামী পবনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। যদিও তখন জ্যোতি তা অস্বীকার করেন। তার দাবি―কেবল ভরণ-পোষণ সংক্রান্ত মামলা চলছে, সেটি কোনো ফৌজদারি মামলা নয়। তখন পুলিশের সামনেই বিষপানে আত্মহত্যার হুমকি দেন তিনি।

জ্যোতি চিৎকার করে বলেন, আমি ন্যায়বিচার না পেলে আর কোনো আশা নেই। আমি বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করব। শেষবারের মতো বলছি, এই বাড়ি থেকে আমার মরদেহ বের হবে। আমি ভদ্র পরিবারের মেয়ে। আমাকে যদি থানায় যেতে হয়, তাহলে এখানেই বিষপান করব। যথেষ্ট হয়েছে। ন্যায় বিচার করুন।

এ ছাড়াও তিনি গায়ক পবনের বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কেরও অভিযোগ করেন। জানান, নির্বাচনের পর তার সামনেই অন্য মেয়েকে নিয়ে হোটেলে সময় কাটিয়েছেন পবন। ক্ষোভ উগরে দিয়ে জ্যোতি বলেন, যে নিজ স্ত্রীকে বের করে দেয়ার জন্য পুলিশ ডেকেছে, সে নাকি সমাজসেবা করবে। নির্বাচনের সময় আমাকে ব্যবহার করল, আর তারপর অন্য মেয়ে নিয়ে হোটেলে গেল। কেউ তো জিজ্ঞাসা করেনি, নির্বাচনের পর কেন চলে এসেছি আমি?

জ্যোতি আরও বলেন, নির্বাচন শেষ হওয়ার ২০ দিন পর পবন আমার সামনেই অন্য মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিল। আমি স্ত্রী হয়ে এটি সহ্য করতে পারিনি, এ জন্য চলে এসেছি। আর এখন এই পবন নাকি ন্যায় করবে। প্রিয় পবন, কাল আপনার লখনউর বাসভবনে আসছি। সেখানে পরিবারের সঙ্গে দেখা করব এবং দুই দিন অপেক্ষা করব।

প্রসঙ্গত, পবন বর্তমানে এমএক্স প্লেয়ারের রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ অভিনয় করছেন। তবে তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। গত মাসেই সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবকে অনৈতিকভাবে স্পর্শ করার অভিযোগে আলোচনা-সমালোচনায় উঠে আসেন। এ ঘটনায় পর অবশ্য ক্ষমা চেয়েছেন পবন।„


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর