সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ঘানা

প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কোমোরোসকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ঘানা। -খবর তোলপাড়।

গত রোববার আক্রায় গ্রুপ আই-এর শীর্ষে থেকে আলজেরিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়ার পর আফ্রিকার পঞ্চম দল হিসেবে তারা বিশ্বকাপ নিশ্চিত করেছে। ৪০ হাজার দর্শকে পরিপূর্ণ ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় ঘানা। প্রথমার্ধেও বল দখলে এগিয়ে থাকে তারা। কিন্তু ধীর গতির ও অনুমিত আক্রমণে খুব একটা বিপদে পড়েননি কোমোরোস গোলরক্ষক আদেল আনজিমাতি-আবুদু। শেষ পর্যন্ত বিরতির পর মাঠে ফিরেই গোল পায় স্বাগতিকরা।

৪৭ মিনিটে টটেনহ্যামের মিডফিল্ডার কুদুসের গোলে এগিয়ে যায় ঘানা। গোলমুখে চেষ্টা করেও বল ক্লিয়ার করতে পারেনি কোমোরোস রক্ষণ। তখন নিচু ক্রসে ছয় গজ দূর থেকে বল জালে ঠেলে দেন কুদুস। এই জয় ঘানার জন্য বাড়তি স্বস্তির। কারণ ২০২২ সালের আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) কোমোরোসই তাদের চমকে দিয়েছিল। এরপর বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডেও হেরে বসেছিল।

১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ আই-এর শীর্ষে ঘানা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে মাদাগাস্কার, যদিও শেষ ম্যাচে মালি তাদের ৪-১ গোলে হারিয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ঘানাকে দেখা যাবে। তাদের সেরা সাফল্য ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায়। সেবার কোয়ার্টার ফাইনালে গেলেও পেনাল্টি শুটআউটে উরুগুয়ের কাছে হারতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর