শ্রীবরদীতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ও শেরপুর-৩ আসনের এমপি এ.ডি.এম শহিদুল ইসলামের দিক নির্দেশনায় শ্রীবরদীতে এই প্রথম বার অনাড়ম্বর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৩ জুন) বিকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শ্রীবরদী এপিপি ইনস্টিটিউশন মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগি সংগঠন অংশ গ্রহণ করে। পরে শ্রীবরদী এপিপি ইনস্টিটিউশন মাঠে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান রাজার সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এম এ মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারন সম্পাদক এড. তারিকুল ইসলাম ভাসানী, সাংগঠনিক সম্পাদক এড. মেরাজ উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওরংগ, কেকের চর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ খালেক, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন। সন্ধ্যায় কেক কেটে ও আতশবাজির মধ্য দিয়ে ৭৫তম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি হয়।