ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ লেখায় মুসলিমদের বিরুদ্ধে মামলা

ভারতের উত্তর প্রদেশের শিল্পনগরী কানপুরে মুসলিম অধ্যুষিত সাঈদ নগরে ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ লেখা আলোকসজ্জিত সাইনবোর্ড টাঙানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় এই সাইনবোর্ড টাঙানো হয়, যা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপনের অংশ হিসেবে রাখা হয়েছিল।
সাইনবোর্ডে লাল রঙের একটি হার্ট চিহ্নও আঁকা ছিল। আলো জ্বলে ওঠার পর কয়েকজন হিন্দু ব্যক্তি আপত্তি তোলেন। পুলিশ ডেকে পরিস্থিতি শান্ত করার পর রাতেই সাইনবোর্ডটি সরিয়ে নেওয়া হয়।-খবর তোলপাড়।
এই ঘটনায় ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নয়জন মুসলিম পুরুষ ও অজ্ঞাতপরিচয় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।
স্থানীয় হিন্দু বাসিন্দা মোহিত বাজপায়ী বলেন, “‘আই লাভ মুহাম্মদ’ লেখা নিয়ে আপত্তি নেই। সমস্যা হলো সাইনবোর্ডটি যেখানে রাখা হয়েছিল, তা আমাদের রাম নবমী উৎসবের জন্য ব্যবহৃত জায়গা।” তিনি আরও বলেন, “প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে, তবে নতুন জায়গায় নতুন প্রথা চালু করা উচিত নয়।”
সাঈদ নগরের মুসলিম বাসিন্দারা বলেন, সাইনবোর্ডটি এমন একটি উন্মুক্ত স্থানে রাখা হয়েছিল, যেখানে তারা প্রতিবছর মিলাদ উদযাপন করে থাকেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সাজসজ্জার জন্য সরকারি অনুমতি ছিল। সংবিধান অনুযায়ী প্রত্যেকের ধর্ম পালনের অধিকার রয়েছে।”
অভিযোগে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর আয়োজিত শোভাযাত্রার সময় হিন্দু সম্প্রদায়ের একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে। তবে অভিযুক্তদের আইনজীবী এম এ খান জানিয়েছেন, অনেকেই ওই শোভাযাত্রায় উপস্থিতই ছিলেন না।
উল্লেখ্য, উত্তর প্রদেশে ৩ কোটি ৮০ লাখ মুসলিম বাস করেন, যা সৌদি আরবের মোট জনসংখ্যার চেয়ে বেশি। প্রদেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশই মুসলিম। ২০১৭ সাল থেকে এই প্রদেশ শাসন করছেন উগ্র হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ, যিনি মুসলিমবিরোধী বক্তব্য ও নীতির জন্য পরিচিত।







