শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপরেখা

প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

।।শিশির আসাদ ।।

জুলাই ২০২৪। বাংলাদেশের ইতিহাসে এই মাসটি কেবল একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং নতুন এক সমাজ-মনস্তত্ত্বের জন্মও বটে। দীর্ঘদিন ধরে জনগনের মধ্যে জমে থাকা অসন্তোষ, অবিশ্বাস, অন্যায় আর বৈষম্যের যে আগুন নিঃশব্দে ছড়িয়ে ছিল তা হঠাৎই বিস্ফোরিত হয়ে উঠল দেশের তরুণ প্রজন্মের হাত ধরে। কোটা-সংক্রান্ত একটি প্রশাসনিক সিদ্ধান্ত হতে শুরু হলেও আন্দোলনের দায়-দায়িত্ব দ্রুতই বদলে গেল; তা আর কেবল একটি চাকরির সুবিধা বা অসুবিধার প্রশ্নে সীমাবদ্ধ থাকল না। বরং তা হয়ে উঠল রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং স্বাধীনতার প্রকৃত অর্থ নিয়ে এক গভীর আত্মসমালোচনার মুহূর্ত।

অভ্যুত্থানটি ছিল না হঠাৎ কোনো বিস্ময় বরং দীর্ঘদিন ধরে জমতে থাকা ক্ষোভের এক পরিণতি। বহু বছর ধরে জমা হওয়া অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার কেন্দ্রীকরণ, দুর্নীতি, বিচারহীনতা, এবং মানুষের মৌলিক অধিকারের প্রতি রাষ্ট্রীয় অনীহা সব মিলেই তৈরি হয়েছিল এক অস্থির আবহ। সেই আবহই জুলাইয়ে রূপ পেল গণমানুষের বিস্ফোরণাত্মক প্রতিরোধে। কেউ কেউ একে বিপ্লব বলেছে, কেউ বলে অভ্যুত্থান, আবার কারও কাছে এটি ছিল গণজাগরণের স্বতঃস্ফূর্ত রূপ। রাষ্ট্রবিজ্ঞানীরা যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, একটি জিনিস স্পষ্ট বাংলাদেশে মানুষ আবারও বুঝেছে যে পরিবর্তনের আসল শক্তি জনগণের মধ্যেই নিহিত।

অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোতে বড়সড় পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে এক নতুন অনিশ্চয়তাও। পুরনো শাসন ব্যবস্থার পতন যতটা দ্রুত হয়েছে, নতুন পথচলা ততটা সহজ হচ্ছে না। কারণ পরিবর্তনের সবচেয়ে কঠিন অংশ হলো পরিবর্তনকে টিকিয়ে রাখা। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক চর্চা, সামাজিক মূল্যবোধ কোনোটিই রাতারাতি বদলে যায় না। বরং পরিবর্তনকে ধরে রাখতে প্রয়োজন সুদীর্ঘ সময়, ধৈর্য, কাঠামোগত সংস্কার এবং সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা।

তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের প্রাণশক্তি। তারা দেখিয়েছে এই দেশকে নতুনভাবে চিনতে হলে পুরনো রাজনীতির ছাঁচ ভাঙতেই হবে। তাদের কাছে রাজনীতি মানে আর ক্ষমতার দর-কষাকষি নয়; বরং দায়িত্ব, ন্যায্যতা, সাম্য, স্বচ্ছতা এবং স্বাধীনতার মূল্যবোধ। এই প্রজন্মের ভাষা আলাদা তারা আর ছদ্মগণতন্ত্র মেনে নিতে রাজি নয়। অতএব জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন এক শক্তিমাত্রার আবির্ভাব ঘটেছে যেখানে দল নয়, মানুষের অধিকারের প্রশ্নই মুখ্য হয়ে উঠছে।

তবে রাজনৈতিক শূন্যতার মধ্যেও এক ধরনের অস্থিরতা রয়েছে। পুরনো শক্তিগুলি দুর্বল হয়ে পড়লেও পুরোপুরি বিলীন হয়নি। নতুন নেতৃত্বের সামনে রয়েছে স্বপ্ন, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি। জনগণের প্রত্যাশা সীমাহীন, কিন্তু রাজনৈতিক বাস্তবতা কঠিন। এ অবস্থায় যে কোনো ভুল পদক্ষেপ আবারও দেশের পরিবেশকে অস্থির করে তুলতে পারে। অর্থাৎ বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে ভবিষ্যৎ নির্মাণের সুযোগ যেমন অসীম, ঝুঁকিও তেমনি প্রবল।

অভ্যুত্থানের পর সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো। কারণ কেবল ক্ষমতার পরিবর্তনই যথেষ্ট নয় মানুষ চায় ব্যবস্থার পরিবর্তন। বছরের পর বছর ধরে আমলাতান্ত্রিক দুর্নীতি, পক্ষপাতিত্ব, নিয়োগে অনিয়ম, বিচার ব্যবস্থার ধীরগতি, এবং দায়বদ্ধতার অভাব এসবের বিরুদ্ধে জনমানস আজ অনেক বেশি সংবেদনশীল। রাষ্ট্রের প্রতিটি নাগরিক চায় একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ এবং আধুনিক প্রশাসনিক কাঠামো যেখানে মানুষের মর্যাদা এবং সুযোগের সমতা বাস্তবে প্রতিষ্ঠিত হবে।

অর্থনীতিও এই পরিবর্তনের সঙ্গে গভীরভাবে যুক্ত। একটি দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিতে যে চাপ ফেলে তা সুদূরপ্রসারী। মূল্যস্ফীতি, বেকারত্ব, উৎপাদন খাতের সংকট, বৈদেশিক ঋণের চাপ, এবং মুদ্রাবাজারের অস্থিরতা সব মিলেই মানুষের জীবনযাত্রা কঠিনতর হয়ে উঠেছে। অভ্যুত্থানের পর তাই রাষ্ট্রের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কারণ রাজনৈতিক স্থিতিশীলতা যতই বড় অর্জন হোক না কেন, মানুষের জীবনমান উন্নত না হলে সেই স্থিতিশীলতা ধরে রাখা যায় না।

কিন্তু এতসব সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও আশার আলো আছে। বাংলাদেশ আজ এমন এক প্রজন্মের হাতে যারা প্রযুক্তিনির্ভর, যুক্তিবাদী, সাহসী এবং রক্ষণশীল রাজনীতির প্রতি ক্রমশ অনাগ্রহী। তারা গণতন্ত্রের মূল্য বোঝে, স্বাধীনতার মর্যাদা জানে এবং রাষ্ট্রকে জনগণের সেবক হিসেবে দেখতে চায়। এই প্রজন্মের চাপই ভবিষ্যতের বাংলাদেশকে নতুন পথে নিতে পারে।

জুলাই অভ্যুত্থান তাই কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়; এটি ছিল বাংলাদেশের আত্মপরিচয়ের পুনর্নির্মাণ। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন রয়ে যায় আমরা কি এই পরিবর্তনকে টিকিয়ে রাখতে পারব? নাকি আগের মতোই সময়ের সাথে সাথে সবকিছু আবারও পুরনো ছন্দে ফিরে যাবে?

বাংলাদেশের ভবিষ্যৎ এখনো খোলা খাতার মতো। এই খাতায় কোন গল্প লেখা হবে তা নির্ভর করছে আমাদের বর্তমান সিদ্ধান্ত, রাজনৈতিক দায়বদ্ধতা এবং সামাজিক সততার উপর। পরিবর্তনের জন্য যে শক্তি আমরা দেখিয়েছি তা যদি দায়িত্বশীলতার সঙ্গে প্রয়োগ করতে পারি, তবে বাংলাদেশ সত্যিই একটি নতুন গল্প রচনা করতে পারবে। আর যদি না পারি তবে ইতিহাস হয়তো আরেকবার আমাদের সামনে একই প্রশ্নই ছুড়ে দেবে।

লেখক, রাজনৈতিক বিশ্লেষক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর