সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

কোপার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

রিপোর্টারের নাম / ৭৫ টাইম ভিউ
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

কোপা আমেরিকায় টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। অপর দিকে জয়ে ফিরেছে ব্রাজিল। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টিকে রইলো সেলেসাওদের নক আউটের ভাগ্য। শনিবার (২৯ জুন) অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে কলম্বিয়া। ম্যাচের ৫ মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত হেড গোলবার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়। ২০ মিনিটে দুরন্ত এক শট নেন জেমস রদ্রিগেজ।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে কলম্বিয়া। একের পর এর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না তারা। ৩১ মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন দিয়াজ। এতে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।-খবর তোলপাড় ।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি কলম্বিয়া। ৫৯ মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন চেনচেজ। ৩ মিনিট পর জন করডোবা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এই ব্যবধান নিয়েই জয় নিশ্চিত করে কলম্বিয়া।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। আগামী মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে হবে ম্যাচটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর