বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘এলিমিনেশন অব এক্সট্রিম পোভার্টি (ইইপি)’ এর রাজারহাট ফিল্ড অফিসের আয়োজনে রাজারহাটে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১৫জানুয়ারী) সকাল ১১টায় রাজারহাট উপজেলা মডেল মসজিদ হলরুমে বিতরনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. মনজুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান ও প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা তাদের সংস্থার সামগ্রিক কার্যক্রম ও ইইপি প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দারিদ্র্য যেন কোনো শিশুর শিক্ষার পথে বাধা না হয়, সেটি নিশ্চিত করতে ইসলামিক রিলিফ বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসনীয়। সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে।” একইভাবে, একজন শিক্ষার্থী জানায়, “নতুন ব্যাগ আর ছাতা পেয়ে খুব ভালো লাগছে। স্কুল যেতে বই খাতা আর হাতে নিয়ে যেতে হবেনা, এখন থেকে ব্যাগ নিয়ে যেতে পারব। রোদ বৃষ্টিতে ভিজতে হবেনা, স্কুল ও আর মিস হবে না।”

অনুষ্ঠানে প্রতিটি শিশুকে একটি করে স্কুল ব্যাগ ও একটি ছাতা প্রদান করা হয়, যা তাদের নিয়মিত বিদ্যালয় যাওয়ার সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। এই উপকরণ বিতরণের মাধ্যমে নতুন ক্লাসে শিক্ষার্থীদের প্রস্তুত করতে এবং তাদের শিক্ষার প্রতি উৎসাহিত করতে এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষকগণ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর