বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

ধর্ষণ: পুলিশ হেফাজতে কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল

রিপোর্টারের নাম / ৮৬ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সংবাদদাতা, ময়মনসিংহ:

ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে (৩৫) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুৃরে এক নারীর করা ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়।

এর আগে উপজেলার খন্দকপাড়া গ্রামের এক তরুণীর মা এই অভিযোগ করেন। তবে ঈসমাইলের দাবি, অভিযোগকারী তরুণী তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়।-খবর তোলপাড় ।

ঈসমাইলের ছোট ভাই কনটেন্ট ক্রিয়েটর এনামুল হাসান বলেন, ঈসমাইল গত বছর দ্বিতীয় বিয়ে করেছিল। প্রথম স্ত্রীর চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয়। সেই ক্ষোভে এমন অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে থানায় দরবার হচ্ছে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক জানান, ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হলেও এখন জানা গেছে ভুক্তভোগী তরুণী তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঈসমাইলকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। যদি তিনি বিয়ের কাগজপত্র দেখাতে পারেন, তাহলে ঘটনাটি ভিন্ন রকম হবে। তবে এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর