বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ এর ফাইনালে রাজারহাট ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন
রফিকুল ইসলাম:
উপজেলা পর্যায়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭(বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় রাজারহাট ইউনিয়ন পরিষদ ০৪ গোলে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মঙ্গলবার(৯জুলাই) সন্ধ্যায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মো.মিজানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো.এনামুল হক, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো.তাইজুল ইসলাম, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফুল ইসলাম ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বৃষ্টি উপেক্ষা করে ফাইনাল খেলায় কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে।