মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে জলবায়ু সহনশীলতা বিষয়ে সংলাপ

রিপোর্টারের নাম / ৬৩ টাইম ভিউ
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪
oznorHB

ইউসুফ আলমগীর:

কুড়িগ্রামে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন, সরকারি সেবাদানকারী প্রতিষ্টান ও উপকারভোগিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুড়িগ্রাম জেলা কালেক্টরেটের ‘স্বপ্নকুঁড়ি’ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন এমজেএসকেেস পরিচালক শ্যামল চন্দ্র।

এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: সাইদুল আরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, পৌর মেয়র মো: কাজিউল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল হাই সরকার, প্রবীন সাংবাদিক সফিখান, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান প্রমুখ।

উদ্যোগতা মহিদেব যুব উন্নয়ন কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদী বিধৌত দুই ইউনিয়ন যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নের লক্ষাধিক মানুষের মধ্যে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে কাজ করা হচ্ছে। কৃষি, প্রাণিসম্পদসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীর অর্থনৈতিক স্বাবলম্বী করার কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর