রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
ঈদে ঘরমুখো মানুষের চলাচলের সুবিধার্থে মহাসড়কে বুধবার(১৯এপ্রিল) থেকে ঈদের দিন পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার গণপরিবহন সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিএ।-খবর তোলপাড় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রপ্তানিপণ্যবাহী যানবাহন, ওষুধ, সার, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।
টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ টাকা ভাংতি রাখতে হবে এবং ঈদের পূর্বের সাতদিন থেকে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনাও দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।