বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন
মোঃ এনামুল হক/ রফিকুল ইসলাম, রাজারহাট(কুড়িগ্রাম):
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের প্রেসক্লাব রাজারহাট আয়োজিত ভিক্ষুক অন্ধ অসহায় ও দুস্থ অর্ধশতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় পাঁপড়ী ফামেন্সী নাজিমখান এবং নাম প্রকাশে অনিচ্ছুক রাজারহাট উপজেলায় কর্মরত জনৈক কর্মকর্তার আর্থিক সহযোগীতায় প্রেসক্লাব কার্যালয়ে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।। এরপর প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সদস্যকে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ বোনাস দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ।
এদিকে ওইদিন কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে প্রেসক্লাব সংস্কারের জন্য ১ লাখ টাকা বরাদ্দের পত্র প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ এনামুল হক।
অপরদিকে, প্রেসক্লাব রাজারহাটের সাবেক সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদের সৌজন্যে প্রেসক্লাব রাজারহাটের সকল সদস্যদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়। পরে প্রেসক্লাব রাজারহাটের সহসভাপতি এম আজিজুল হকের পিতা ও আলতাফ হোসেন সরকারের মাতার মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।