বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদদাতা, ফরিদপুর:
ঈদকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। সেখানে রাস্তার মোড়ে মোড়ে উচ্চ শব্দের সাউন্ড বক্স বাজানো, অশ্লীলভাবে নাচ, আতশবাজি ও পটকা ফুটানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।-খবর তোলপাড় ।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে এসে পৌঁছায়।
এতে বলা হয়েছে, পবিত্র ঈদের অনুষ্ঠানাদি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে করতে এই গণবিজ্ঞপ্তি জনস্বার্থে ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, পবিত্র ঈদুল ফিতরের দিন রাস্তার মোড়ে মোড়ে উচ্চ শব্দের সাউন্ড বক্স, অশ্লীলভাবে নাচ-গান করা, আতশবাজি ও পটকা ক্রয়-বিক্রয় এবং সকল ধর্মের অসামাজিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষেধ করা হলো।
জেলা প্রশাসক বলেন, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এবং মানুষের দুর্ভোগ লাঘবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইতিমধ্যেই জেলার নয়টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ বিষয়ে গুরুত্বপূর্ণ বাজারে মাইকিং ও বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে জানিয়েছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী।