বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

ভেড়ামারায় শেষ মুহুর্তে ঈদের বাজারে উপচে পড়া ভীড়

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া:

ভেড়ামারা উপজেলায় সব মার্কেটে শেষ মুহুর্তে ঈদের বেচাকেনা উপচে পড়া ভীড়। শেষ মুহুর্তে জমে উঠতে শুরু করেছে ঈদবাজার। পছন্দের জিনিসপত্র কিনতে মার্কেট থেকে মার্কেটে ছুটছে বিভিন্ন বয়সি নারী-পুরুষ। পছন্দের ঈদের কেনাকাটা করতে বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদের চলছে দরদাম। দরদাম মিলে গেলে অনেকেই কিনে নিচ্ছেন তাদের পছন্দের পণ্য।

ভেড়ামারা শহরের বাবর আলী মার্কেট, ডাকবাংলো সুপার মার্কেট, পৌর মার্কেট, রেলবাজার,বাসষ্ট্যান্ড সংলগ্ন মার্কেট, রেল কলোনী সুপার মার্কেটসহ বিভিন্ন ছোট-বড় মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবারের মতো এবারও বেশির ভাগ মার্কেট ও বিপণি বিতানে মহিলা ক্রেতাদের উপস্থিতি বেশি থাকলেও অনেকে আবার পরিবার-পরিজন এমনকি শিশুদের সঙ্গে নিয়েও কেনাকাটা করতে আসছেন।

বাবর আলী মার্কেটের মিম ফ্যাশানের মালিক রাশেদ জানান, ক্রেতা আসছে, দেখছে, পছন্দ হলে ক্রয় করছে। পুরোপুরি বেচাকেনা শুরু হয়ে গেছে। আশা করছি, সামনের দিনে আরও বিক্রি বাড়বে। ঈদকে সামনে নিয়ে পোশাকসহ বিভিন্ন দ্রব্যসামগ্রীর ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে। নিত্যদিনই দোকানগুলোতে ক্রেতা বাড়ছে।

ডাকবাংলো সুপার মার্কেটের মিলন ফ্যাশানের মালিক মিলন হোসেন জানান, করোনাকালীন তাদের বেচাকেনা একেবারে কমে গিয়েছিল। করোনা মহামারির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারেননি। এবার ১২ রোজা থেকে ঈদের বেচাকেনা শুরু হয়েছে। বিক্রিও অনেক ভালো হচ্ছে। এতে করে করোনাকালে ক্ষতি পুষিয়ে নিতে পারব। সকাল থেকে রাত ১০টা পর্ষন্ত ক্রেতারা ভীড় করছে ।

ক্রেতা মিটু মৃধা জানান, মেয়েদের জন্য ঈদের কেনাকাটা করতে এসেছি। এবার গতবারের থেকে দাম কিছুটা বেশি। তাই সাধ্যের মধ্যে দেখে-শুনে দরদাম করে কিনতে কষ্ট হচ্ছে।

ক্রেতা হাসানুজ্জামান জানান, ঈদের শেষ মুহুর্তে ভিড় এড়ানোর জন্য নিজেসহ স্ত্রী ছেলে মেয়েদের পোশাক কেনার জন্য এসেছি। গার্মেন্টসের দোকান গুলোতে বেচাকেনা জমে উঠেছে। ডিজাইনের পোশাক থাকলেও দাম একটু বেশি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়