শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে জুলাই-আগস্ট শহীদ স্মরণে- বৃক্ষরোপণ কর্মসূচি ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন তোলপাড় এ তোলপাড় কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কুড়িগ্রামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত কুড়িগ্রামে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত গোপালগঞ্জ হত্যাযজ্ঞের দায়িত্ব নিয়ে ড. ইউনূসের পদত্যাগ করা উচিত? ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত করেছে মার্কিন কৃষি বিভাগ ইমরান খানকে ‘ডেথ’ সেলে রাখা হয়েছে, দাবি পিটিআইয়ের শিক্ষার্থীদের আপত্তিতেও নতুন কারিকুলাম, নেপথ্যে ছাত্রদলের ২ নেতা সবজিতে আগুন, কাঁচা মরিচে কিছুটা স্বস্তি; মুরগি-ইলিশে ঝাঁজ ইউক্রেনের নয়া প্রধানমন্ত্রী ইউলিয়া, মন্ত্রিসভা বড় পরিবর্তন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

কুমিল্লায় জোড়া খুনে ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

সংবাদদাতা, কুমিল্লা:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জোড়া খুনের মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ১৫ জুলাই কুমিল্লার চতুর্থ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. জহিরুল ইসলাম সেলিম এ জানান।

আইনজীবী বলেন, প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে রায়ে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ওই উপজেলার ধনাইতরী গ্রামের তোফায়েল আহমেদ তোতা (৩৮), কামাল হোসেন (৪৮), আলমগীর হোসেন (৩৮), মো. মামুন (২৮), মো. বাবুল (৩৫) এবং হারুনুর রশিদ (৪৫)।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১২ অগাস্ট রাতে পূর্ব বিরোধের জেরে ধনাইতরী জামতলা খোরশেদ আলমের মালিকানাধীন ‘ভাই ভাই স্টোর’দোকানে প্রবেশ করে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মো. গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে হত্যা করে।

এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে আসামি মো. তোফায়েল আহমেদ তোতাসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ছয়জনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া এ মামলা থেকে দুইজনকে খালাস দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর