বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ধরলা নদীর চরাঞ্চলে এমপি’র ত্রাণ বিতরণ

রিপোর্টারের নাম / ৬৯ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

ইউসুফ আলমগীর:

কুড়িগ্রামের নদী অববাহিকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকারের পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার হোলোখানা ইউনিয়নের চর সুভারকুটি আরাজি পলাশবাড়ী, পাঁচগাছি ইউনিয়নের চর কদম তলা এবং কুড়িগ্রাম পৌরসভার চর কুড়িগ্রাম এলাকার পাঁচ শতাধিক বানভাসির মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও গ্যাস লাইট।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি মজিদা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ খাজা শরীফুদ্দিন আলী আহমেদ রিন্টু, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, চেতনা কুড়িগ্রামের সংগঠক ফজলুল হক, মেঠোজন সংগঠক খালেকুল সৌরভ প্রমুখ।

উদ্যোগতরা জানান, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ডা. হামিদুল হক খন্দকার চিকিৎসাজনিত কারণে ভারতে অবস্থান করছেন। তবে তার নির্দেশনায় ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা অববাহিকার বানভাসিদের মাঝে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর