বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

রিপোর্টারের নাম / ১১৯ টাইম ভিউ
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪

সংবাদদাতা, জয়পুরহাট:
২ কেজি ৪৭১ গ্রাম ওজনের প্রায় ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট বিজিবির সদস্যরা। ছবি: প্রতিনিধি

ভারতে পাচারকালে ২ কেজি ৪৭১ গ্রাম ওজনের প্রায় ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট বিজিবির সদস্যরা।

শুক্রবার(১০মে) বিকেলে জয়পুরহাট-২০ বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার উচা গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এই বিষ উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, শুক্রবার ভোরে দিনাজপুরের বিরামপুরের উচা গোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা মূল্যবান সাপের বিষ ভারতে পাচার করছে এমন সংবাদ আসে বিজিবির কাছে। পরে সেখানে অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারিরা সাপের বিষগুলো ফেলে পালিয়ে গেলে দুইটি কাঁচের জারের মধ্যে রাখা ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর