শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ পূর্বাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬ জন আহত

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সিংগাবরুনা গ্রামে। এ ঘটনায় আহতদের মধ্যে আদর আলীর ছেলে আক্রাম হোসেন (৩৫), বাহাদুর (৪০), আনিছুর রহমান (৩০), হাফেজ মো, আব্দুল করিম (৩৭)। এ ঘটনায় এলাকায় আহতদের পরিবারে আতংক বিরাজ করছে।

জানা যায়, সিংগাবরুনা গ্রামে আদর আলীর সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে তার জ্যাঠাতোভাই আব্দুর রশিদ খোকার (৬৫) বিরোধ চলে আসছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা রয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পরিকল্পিতভাবে খোকার লোকজন লাঠি-সোঠা নিয়ে আদর আলীর লোকজনের ওপর হামলা করে। এ সময় পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

আহত আক্রাম হোসেন বলেন, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে লাঠসোঠা নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা করে। এতে আমিসহ আমাদের ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় আমি ও আমার ভাই বাহাদুর, আনিছুর রহমান ও হাফেজ মো, আব্দুল করিম গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে আমি ন্যায় বিচারের আশায় থানায় একটি অভিযোগ দিয়েছি।

অপরদিকে প্রতিপক্ষ আব্দুর রশিদ খোকার পরিবারের লোকজন পাল্টা অভিযোগ তুলে বলেন,আদর আলীর লোকজন পরিকল্পিতভাবে আমাদের লোকজন বাড়ি আসার পথে হামলা করে গুরুতর আহত করেছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় তদন্তকারী অফিসার এসআই আকতারুজ্জামন বলেন, এ ব্যাপারে আক্রাম হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়
error: Content is protected !!