ফুলবাড়ীতে যুবকের ঝলন্ত মরদেহ উদ্ধার
এমদাদুল হক মিলন ,ফুলবাড়ী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবকের ঝলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের ঝলন্ত মরদেহ করেছে। এই দুঘর্টনাটি ঘটে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ফকিরপাড়া এলাকায়। নিহত যুবক ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে।
ওই এলাকার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার পারুল জানান, নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুক্তছেন। গত চার-পাঁচ বছর আগে বিয়ে করেছেন। গত দুই দিন আগে তার স্ত্রী বাবার বাড়ীতে বেড়াতে যান। এই সুযোগে তার নিজ ঘরের ধরনার সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে তার বাবা ঘরে থাকা সন্তানকে ডাকেন। বাবার ডাকে সন্তানের সারা শব্দ না পেয়ে বাবা এক পর্যায়ে দরজা ভেঙ্গে দেখেন সন্তানের নিথর দেহ ধরনায় ঝুলছে। পরে বাবার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে যুবকের ঝলন্ত মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস শাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিবার,এলাকাবাসীও জনপ্রতিনিধিনিসহ ওই এলাকায় তদন্ত করে জানা গেছে নিহত যুবক সত্যিকারেই মানসিক রোগী ছিলেন। সে নিজেই তার ঘরে ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে নিহত যুবকের বাবা থানায় একটি ইউডি মামলা করেন এবং ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমুতি দেয়া হয়েছে।