মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে চতুর্থশ্রেণী কর্মচারী নিয়োগের ১৯ লক্ষ টাকা আত্বসাতের অভিযোগ বিক্ষুব্ধ ছাত্রজনতা তালা লাগিয়ে দিয়েছে প্রতিষ্ঠানে

রিপোর্টারের নাম / ৭০ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
oplus_2

হুমায়ুন কবির সূর্য:

চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ১৯ লক্ষ টাকা আত্বসাতের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে প্রধান শিক্ষকের অফিসসহ সকল শ্রেনী কক্ষে তালা লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। গত দুই দিন ধরে তালা ঝুললে খোলা হয়নি স্কুলের দরজা। প্রধান শিক্ষকের বিচারের দাবীতে দফায় দফায় স্কুল মাঠে বিক্ষোভ মিছিল করেছে অভিভাবক ও ছাত্রজনতা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক বিচার ও তদন্তের দাবী জানিয়ে উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী।

অভিযোগে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী মাস্টারপাড়া উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি সময় গোপনে একজন আয়া ও একজন অফিস সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পৃথক দুই পদে ১৯ লক্ষ টাকা প্রাথীদের কাছ থেকে নিয়ে নিয়োগ দেন সংশ্লিষ্ঠরা। বিদ্যালয়ের কোন উন্নয়নের কাজ না করেই গোপনে সভাপতি ও প্রধান শিক্ষক টাকাগুলো ভাগাভাগির করে নেওয়ার অভিযোগ উঠে। পরে চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে অভিভাবকসহ ছাত্রজনতার মাঝে। এই নিয়ে প্রধান শিক্ষকের কাছে ছাত্রজনতা প্রশ্ন করলে উত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক মো: জোসেব আলী। ফলে মঙ্গলবার ও বধুবার দুইদিন প্রধান শিক্ষকের অফিসহসহ সকল শ্রেনী কক্ষে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা। চরম উত্তেজিত ঘটনায় সৃষ্টি হয় স্কুলমাঠে। ছাত্রছাত্রীরা স্কুল আসলেও ক্লাশ করতে পারেনি তালা লাগানোর কারণে।
অষ্টম শ্রেণীর ছাত্র খাইরুল ইসলাম ও সপ্তম শ্রেণীর ছাত্রী প্রতিমা রায় জানায়, টাকার হিসাব চেয়ে প্রধান শিক্ষকের অফিসে তালা লাগিয়েছে এলাকার লোকজন। আমরা স্কুল এসে দেখি অনেক লোক জড়ো হয়েছে। ক্লাশে যাইতে পারি নাই।

প্রতিষ্টানের সাবেক সভাপতি আবুল কাশেম সরকার জানান, দুইটি পদে ১৯ লক্ষ টাকা নিয়েছেন প্রধান শিক্ষক ও সভাপতি। কিন্তু প্রতিষ্ঠানের কোন উন্নয়ন হয়নি। সেই টাকার হিসাব চেয়ে ছাত্র জনতা দুইদিন ধরে স্কুলে অবস্থান নিয়েছে। টাকা আত্মসাত করায় উপজেলা শিক্ষা অফিসসহ জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক জোসেব আলী জানান, কোন প্রার্থীর কাছে টাকা নেওয়া হয়নি। বিধিমোতাবেক দুই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তালা লাগানো প্রসঙ্গে তিনি বলেন, অফিসে যারা তালা লাগিয়েছে, তারাই আবার খুলে দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তালা লাগানোর বিষয়টি অবগত আছি। স্কুল খোলা হলে দুইএকদিনের মধ্যে ঘটনাস্থলে যাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর