রাজারহাটে শেখ হাসিনার বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সংবাদদাতা,রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার(১৫আগষ্ট) সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচী পালন করেন।
বৃহস্পতিবার(১৫আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল আসলে দুপুর ১২টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে রাজারহাট বাজারের থানা মোড়ে অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ব্যাপারী, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, নয়ন আলী, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, জিয়া সাইবার ফোর্স এর সভাপতি আসাদুর রহমান শিমু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী,কলেজ শাখা ছাত্রদলের আহবায়কেএকরামুল হক প্রমূখ।