মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

রিপোর্টারের নাম / ২৫৮ টাইম ভিউ
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

এমদাদুল হক মিলন, ফুলবাড়ী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছেন আলীর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জনসাধারণ।

শুক্রবার সকাল ১১ টায় নাওডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে বালারহাট বাজার প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাহফুজুর রহমান মাসুম, রেজাউল ইসলাম রেজা , মামুন পাটোয়ারীসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে চেয়ারম্যান হাছেন আলী ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়ন পরিষদের ইট, চাল, ভিজিডি কার্ড চুরি করে বিক্রি করা সহ নানা রকম অনিয়ম-দুর্নীতি করে আসছেন। তাই আমরা অত্র এলাকার জনগণ অবিলম্বে ওই দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান হাছেন আলীর অপসারণ দাবি করছি।

এ প্রসঙ্গে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর