বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন
এস. এ বাবলু, সহযোগী সম্পাদক:
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে ৮ মার্চ সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান, প্রেসক্লাব সভাপতি এস.এ বাবলু,
সমবায় অফিসার মোঃ শাহ আলম, একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, সহকারি প্রোগাম অফিসার তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রানী। অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তার কর্যালয়ের সুবিধাভোগী, শিক্ষক, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।