চিলমারীতে বিয়ের আসর থেকে কনে উধাও!
হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের আসর থেকে মুমু আক্তার (১৮) নামে এক কনে উধাও হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার পুটিমারী হাটিথানা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য মোছা: আদুরী বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এলাকায় হৈচৈ শুরু হয়েছে।
বরপক্ষ সুত্রে জানা গেছে, গত ১০ দিন আগে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার মৃত: রঞ্জু মিয়ার ছেলে তারিকুল ইসলামের সাথে পুটিমারী হাটিথানা এলাকার মাজু মিয়ার মেয়ে মুমু আক্তারের পারিবারিকভাবে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। সে মোতাবেক সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বরপক্ষের লোকজন বিয়ে সম্পন্ন করতে কনের বাড়িতে আসে। বর পক্ষের লোকজনকে কনের বাড়িতে আপ্যায়নও করতে দেয়া হয়। এরই এক ফাঁকে বধু বেশে সাজানো কনে মুমু আক্তার সকলের অগোচরে উধাও হয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞল্যের সৃষ্টি হয়। পরে বর ও তার লোকজন কনেকে ছাড়াই বাড়ি ফিরতে বাধ্য হয়।
এ ব্যাপারে বর ও কনে পক্ষের কেউ কথা না বললেও চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, বিষয়টি নিয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।