পুকুরে ভাসছিল ভাইয়ের লাশ, জাল ফেলে মিললো বোনের
সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সিফাত হোসেন (৫) ও রিয়া মনি (১০) নামের ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর বিকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে এ ঘটনা ঘটে। কুটি গ্রামের রবিউল ইসলামের সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে সিফাত ও রিয়া বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। কোনও এক সময় সিফাত পুকুরে পড়ে যায়। স্থানীয়দের ধারণা, ছোট ভাইকে উদ্ধার করতে রিয়া পুকুরে নামলে সেও ডুবে যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলে-মেয়ে বাড়িতে না ফেরায় তাদের মা খুঁজতে বের হন।
তিনি পুকুর পাড়ে গিয়ে পানিতে সিফাতের লাশ ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা গিয়ে সিফাতের লাশ উদ্ধার করেন। পুকুর পাড়েরে রিয়ার স্যান্ডেল দেখে সন্দেহ হলে পুকুরে জাল টেনে তার লাশও উদ্ধার করেন স্বজনরা।
ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।