বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার উদ্যাগে সোমবার( ২২ মে) সকাল ১১ টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সোনালী ব্যাংক চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম মোল্লা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেরা সুলতানা হ্যাপি, ছাত্রলীগ নেতা সুমন কুমার রায় প্রমুখ।
আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুবলীগ- ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা- কর্মীরা অংশ গ্রহণ করেন।