রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় বোহোল প্রদেশের কাছে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ফেরিটিতে থাকা ৬৫ জন যাত্রী এবং ৫৫ ক্রুসহ ১২০ আরোহীর সবাইকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার(১৮জুন) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র আরমান্দো বালিলো বলেন, পাংলাও দ্বীপের কাছে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে এম/ভি এস্পেরানজা স্টার ফেরিটিতে আগুন লাগে।-খবর তোলপাড় ।
খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আরেকটি জাহাজ থেকে জলকামান ব্যবহার করে ফেরির আগুন নিয়ন্ত্রণে আনেন।
সেবু নগরীর পিসিজি স্টেশন সিনহুয়াকে জানায়, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। কর্তৃপক্ষ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।
কোস্ট গার্ড প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ফেরির এক প্রান্তের দু’টি ডেক থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বের হচ্ছে এবং উদ্ধারকর্মীরা অন্য একটি জাহাজ থেকে জল কামান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপপুঞ্জ ফিলিপাইনে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে থাকে। সবশেষ গেলো মার্চে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ২৫০ যাত্রীসহ একটি ফেরিতে আগুন ধরে যায়। ওই ঘটনায় ৬ মাস বয়সী এক শিশুসহ ২৪ জন নিহত হয়।