সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
দিপালী রানী রায়:
কুড়িগ্রামের রাজারহাটে পাট ও বস্ত্র অধিদপ্তরের উদ্যোগে উন্নত মানের আঁশপাট ও পাট বীজ উৎপাদনে ৩হাজার পাট চাষীদের মাঝে বিনামূলে সার বিতরণ করা হয়েছে।
বুধবার(২১জুন) সকালে রাজারহাট উপজেলা পাট ও বস্ত্র অধিদপ্তরের আয়োজনে উন্নত মানের আঁশপাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্বল কুমার, রাজারহাট উপজেলার উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ্ আল নোমান, পাট ও বস্ত্র অধিদপ্তর রাজারহাট শাখার অফিস সহকারি কাম কম্পিউটার অপরেটর জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব রাজারহাটের সহসভাপতি আলতাফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।
প্রত্যেক পাটচাষীদের মাঝে ৫কেজি ইউরিয়া, ২কেজি টিএসপি ও আড়াই কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।