মিরপুর টেস্ট: তৃতীয় দিনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
তৃতীয় দিনের শুরুতেই ১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন এই দুই ক্রিকেটার। ব্যর্থ হয়েছেন লিটনও। ফলে এখনই ইনিংস হারের শঙ্কা চোখ রাঙাচ্ছে টাইগারদের। তারা এখনও পিছিয়ে ৯০ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছে বাংলাদেশ। জাকির আলি ২৪ রান এবং মেহেদী হাসান মিরাজ ৪৮ রানে ব্যাট করছেন।-খবর তোলপাড়।
বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাট করে নেমেছিলেন আগের দিনে ৩৮ রান করা জয় এবং ৩১ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। এই দুইজনের ব্যাটে ভর করে লিড নেয়ার স্বপ্ন দেখছিল টাইগাররা। কিন্তু তিনের পঞ্চম ওভারে তাদের আউট করেন প্রোটিয়া পেসার রাবাদা।
৯২ বলে ৪০ রান করে আউট হন জয় এবং ৩৯ বলে ৩৩ রান করে জয়। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটনও। মাত্র ৭ রান করে আউট হন তিনি। এতে দলীয় ১৮৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ।