রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রাম জেলা প্রশাসক রাজারহাট উপজেলার বিভিন্ন সরকারি অফিসসহ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার( ১৩ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ রাজারহাট উপজেলাধীন সরকারি অফিস সমূহের মধ্যে রাজারহাট চাকির পশার ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, রতিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলকার চাকলা উচ্চ বিদ্যালয় ও মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন, চাকির পশার ইউনিয়ন ভূমি অফিস, চাকির পশার তালুক ৩নং উপানুষ্ঠানিক শিক্ষণ কেন্দ্র পরিদর্শন, রাজারহাট ইউনিয়ন ভূমি অফিস ও রাজারহাট উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
এছাড়া তিনি রাজারহাট আবাসন প্রকল্প পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, সহকারী কমিশনার (ভূমি)এসএম আরিফুল ইসলাম, উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রব, রাজারহাট উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, চাকির পশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানেমোঃ এনামুল হক সহ রাজারহাট উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।