বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দুঃস্থ পরিবাররের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও ‌‌’বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছে নেই’ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬জুলাই রাষ্ট্রীয় শোক কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক খাদেমূল ইসলাম মন্ডলের ২৯তম মৃত্যুবার্ষিকী নিবন্ধনের তথ্যে ঘাটতি, প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপিসহ ১৪৪ দল ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে কুড়িগ্রামে জানিয়েছে রুহুল কবির রিজভী শেষ মুহূর্তে আটকে গেল ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর ‘ভাটির দেশ হিসাবে তিস্তা নদীর ওপর আমাদের অধিকার আছে’-রাজারহাটে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে হিন্দুদের ভবিষ্যৎ! দাখিলের ফলাফলে উলিপুরের এক মাদ্রাসায় শতভাগ ফেল, হতাশ অভিভাবকরা
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

কুষ্টিয়ায় শহিদদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

রিপোর্টারের নাম / ৭৫ টাইম ভিউ
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

সংবাদদাতা, কুষ্টিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘‘আমরা বিএনপি পরিবার’’ -এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান -এর নির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনে কুষ্টিয়ায় শহীদ ১৫ জন পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে এই সংগঠনটি।

শনিবার (৯ নভেম্বর) কুষ্টিয়া শহরস্থ দিশা টাওয়ারে দুপুর ২ টায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা, মাসুদ রানা লিটন, মুস্‌তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি হাবিবুল বাশার, মো. হাসনাইন নাহিয়ান সজীব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ।

আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমরা ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। যারা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছেন অর্থ দিয়ে তাদের ঋণ শোধ করতে পারবেন না। আমরা এখানে এসেছি তাদের পরিবারকে শান্তনা দেওয়ার জন্য এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা প্রায় ৩০০ শহিদী পরিবারের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। অনেক সময় আমরা তাদের ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি যারা বেশি আহত হয়েছে গুরুতর আহত হয়েছে যারা চোখ হারিয়েছে। আমরা ১৫০ এর অধিক মানুষকে ঢাকাসহ আশেপাশের হাসপাতালে চিকিৎসা দিচ্ছি এবং মেডিসিন এর ব্যবস্থা করে দিচ্ছি। অনেক ফ্যামিলি আছে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তারা কিন্তু প্রকাশ করছে না আমরা এগুলো ঢাকা শহর খুঁজে খুঁজে তাদের সহায়তা দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর