সবজির বাজারে আগুন

দিন দিন নিত্যপন্যের দাম ক্রমাগত বাড়ছে। সাত ধরনের সবজি কিনতে মোট ব্যয় হয়েছে ৯১০ টাকা। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে জানান রাজধানীর মহাখালীকাঁচা বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকুরীজীবী ইসমাইল হোসেন।
ঢাকার বাজারে সরবরাহ বেশি থাকলেও উত্তপ্ত হয়ে উঠেছে সবজির বাজার। কাঁচা মরিচ, টমেটো করলা ও বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা থেকে ২০ টাকা। তবে বাজারে অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বাজারে চাল পেঁয়াজ-আলু চড়া দামেই বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।-খবর তোলপাড়।
ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি ৩০-৪০ টাকা পিস, ছোট আকারের লাউ ৪০-৫০ টাকার মধ্যে, মাঝারি আকারের লাউয়ের দাম ছিল প্রতিপিস ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আলু কেজিপ্রতি ৭০ টাকা, পেঁয়াজ ১৫০ টাকা ও ইন্ডিয়ান পেঁয়াজ ১১০ টাকা, রসুন ২২০ টাকা এবং আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর বাজারে প্রতিকেজি ২০ টাকা বেড়ে কাঁচা মরিচ ১২০ টাকা, ১০ টাকা করে বেড়ে টমেটো ১৩০ টাকা, বেগুন মান ভেদে ৫০-৬০ টাকা, করলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি ৭০ টাকা, শিম ৮০, পেঁপে ৩০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৫০ টাকা, পটল ৩০ টাকা, চিচিঙ্গা, ঢেঁড়স, শসা, ঝিঙা, কচুর মুখি, মুলা, ধুন্দল, বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া,লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনে পাতার কেজি ২৫০ টাকা, কলার হালি ৩০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া বাজারগুলোতে লাল শাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ২০ টাকা, পালং শাক ২০ থেকে ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৫০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।
ডজন প্রতি সাদা ফার্মের ডিম ১৪০ টাকা, লাল ফার্মের ডিম ১৪৫ টাকায় বিক্রি হলেও খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি হচ্ছিল। খুচরা পর্যায়ে ডজন প্রতি ১০ টাকা করে কমে সাদা ও লাল ফার্মের ডিম ১৫০ টাকা ডর্জন বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম ডজন প্রতি ২২০ টাকা, দেশি মুরগির ডিম ডজন প্রতি ২৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
প্রতিকেজি ব্রয়লার আকার অনুযায়ী মুরগি ১৮০-১৯০ টাকা এবং সোনালি মুরগি মান ভেদে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি ৫২০ টাকা থেকে ৫৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংস কেজিপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।