বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ অপরাহ্ন
সংবাদদাতা, কাউনিয়া (রংপুর):
রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিল সহ চালক সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মাদক পরিবহনের ব্যবহৃত হাজী সরকার বাসটি জব্দ করা হয়।
বুধবার(১৯জুলাই) আটক ৩ জনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন- বাসটির চালক বরিশালের গৌরনদী বড় কাসবা গ্রামের জালাল হাওলাদারের ছেলে রনি হাওলাদার (৩২), সুপারভাইজার পিরোজপুর ভান্ডারিয়া ধাওয়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে সগীর হাওলাদার (৩৪), এবং চালকের সহকারি লালমনিহাট কালীগঞ্জের হররাম পোড়াবাড়ি গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২)।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলা সদর বাস ষ্টান এলাকায় ঢাকাগামী হাজী সরকার নামে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের বডির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৮ বোতল ফেন্সিডেল উদ্ধার করে। এসময় বাসের চালক, সুপারভাইজার ও হেল্পারকে আটক করে ডিবি পুলিশ।