বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভল্ট ঘিরে রেখেছে পুলিশ

রিপোর্টারের নাম / ৯০ টাইম ভিউ
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

ঢাকার ধোলাইখা‌লে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ মে) আগুন নিয়ন্ত্রণের পর ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের ভল্টে টাকা থাকায় ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ।-খবর তোলপাড় ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বলেন, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখন আগুন নেভানো হয়েছে তবে পুলিশ সদস্যরা ভবনের সামনে রয়েছেন। ব্যাংকের ভল্টে টাকা পয়সা রয়েছে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের তা জানিয়েছে। টাকার নিরাপত্তাসহ ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সদস্যরা সেখানে পাহারায় রয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যরা কাজ করছেন। আপাতত ব্যাংকের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর