বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ৪ শিশুর মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার রাজারহাটে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মানববন্ধন রাজারহাটে নিখোঁজ মাছ শিকারীর লাশ উদ্ধার কুড়িগ্রামে ঘন ঘন লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত নাগেশ্বরীতে নদীতে গোসলে নেমে ভাই-বোনসহ ৪ শিশু নিখোঁজ শ্রীবরদীতে শিক্ষককে হত্যা, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ছাত্র আন্দোলনে নিহত ৭০০, আহত ১৯ হাজার জানালো বাংলাদেশের স্বাস্থ্য সচিব রুপপুর প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি, দাবি রাশিয়ার হাটবাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থী-বিএনপি সংঘর্ষ, আহত ৩০ ‘রাস্তায় হাঁটতে গেলে বন্ধুরা আলো আসবেই বলে অপমান করে’

পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের জয় করলো বাবর আলী

রিপোর্টারের নাম / ৭৩ টাইম ভিউ
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রবিবার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।

রবিবার(১৯মে) বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।-খবর তোলপাড়।

হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন ১ এপ্রিল। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। আজ সকাল সাড়ে ৮টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।

বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়।

লোৎসেতে ইতোপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুইটি আট হাজারী শৃঙ্গ চড়েননি। তাই লক্ষ্য পূরণে হলে বাবর আলী গড়বেন বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়।

বাবর আলী জানান, বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে জয় করা অনেকের স্বপ্ন। প্রতিবছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন। কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার পর একই সঙ্গে আরেক পর্বতশৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি। আমি সেই চ্যালেঞ্জটাই নিলাম। অর্থাৎ একই অভিযানে মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসের চূড়ায় উঠব।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন ৩৩ বছর বয়সী বাবর আলী। এর পর শুরু করেছিলেন চিকিৎসা পেশা। তবে থিতু হননি। চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন। এরই ধারাবহিকতায় করলেন এভারেস্ট জয়।

প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালে বিশ্বের সর্বোচ্চ এ পর্বতশৃঙ্গ জয় করেন মুসা ইব্রাহীম। এক বছর পর ২০১১ সালে দ্বিতীয় এভারেস্ট বিজয়ী হিসেবে নাম লেখান এম এ মুহিত। ২০১২ সালে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্টে আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছর সপ্তাহের ব্যবধানে সেখানে পা রাখেন আরেক বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর