সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

২১মে রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচন,লড়াই হবে ত্রি-মূখী

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
Update : সোমবার, ২০ মে, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মঙ্গলবার(২১মে) ভোট অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারনা। এবার শেষ খেলা ভোটের লড়াই। উপজেলার পাড়া মহল্লায় হাট বাজারে পোস্টারের ছড়াছড়ি।

ভোটারদের মাঝে ভোটের আনন্দ বিরাজ করছে। এদিকে সোমবার সকাল থেকেই নির্বাচনী ৬৩টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আনসার ভিডিপি পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব টহল অব্যাহত থাকবে। উপজেলা নির্বাচনে ৩টি পদের জন্য প্রতি পদে ৪জন করে মোট ১২জন প্রতিদ্বন্ধীতা করছেন।

চেয়ারম্যান পদে বতর্মান উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি (মটর সাইকেল) ও সাবরেজিষ্টার আবু তালেব সরকার(কাপ-পিরিচ) এবং আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান( আনারস) সরেজমিন স্যাম্পল বেইজ জরিপে এগিয়ে আছেন।

ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার সরকার (চশমা)ও নাজমুল হুদা নাজু (নলকূপ) লড়াই হবে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাধবী রানী (ফুটবল)ফারজানা আকতার সুবর্ণা(হাস) ও রত্না সিকদার (ফ্যান) ৩জনের মধ্যে লড়াই হতে পারে।

এবারে ৬৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১লাখ ৬৭ হাজার ৮৫১জন। এর মধ্যে পুরুষ ৮৩০২৯জন মহিলা ৮৪৮২২জন। প্রিজাইটিং অফিসার ৬৩জন সহকারী প্রিজাইটিং অফিসার ৪৪৯জন পোলিং অফিসার ৮৯৮জন এবং বুথ রয়েছে ৪৪৯টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর