শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাছাই শুরু করেছে কাউখালী বিএনপি কু‌ড়িগ্রাম সীমা‌ন্তে বড়াইবাড়ি দিবসকে জাতীয়ভা‌বে স্বীকৃতির দাবি পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত‌্যা প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও বেড়েছে তেল, চাল ও পেঁয়াজের দাম, কমেছে মুরগির গুলিতে নিহত হওয়ার দুইদিন পর হাসিনুরের লাশ ফের দিল বিএসএফ বাড়তে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন বিডিআর হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি শনিবার লালমনিরহাট ও নীলফামারীর দু’টি জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নম্বর ক্যালেঙ্কারীতেও বহাল তবিয়তে পরীক্ষা নিয়ন্ত্রক
শুভেচ্ছা বার্তা:
ডেইলি তোলপাড় ডটকম(দৈনিক তোলপাড়) এবং আলোকিত রাজারহাট এর পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

কুড়িগ্রামে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের হাতে বন্যার উদ্ধার উপকরণ তুলে দিল সিডিডি

রিপোর্টারের নাম / ৩৭ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

জেলা সংবাদদাতা, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সমন্বয় সভা এবং বন্যায় অনুসন্ধান ও উদ্ধার উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কুড়িগ্রাম শহরের টেরে ডেস্ হোমস এর সেমিনার কক্ষে বন্যায় অনুসন্ধান ও উদ্ধার উপকরণ বিতরণ করা হয়।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধি ব্যক্তিসহ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের দূর্যোগ মোকাবেলায় সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি, দূর্যোগ ঝুঁকি হ্রাস, জীবনমান উন্নয়ন, পুণর্বাসনসহ প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক দূর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সরকারী, বেসরকারি সংস্থাসমূহকে সম্পৃক্তকরনের মাধ্যমে কাজ করে আসছে সিডিডি। তারই ধারাবাহিকতায় ব্রীজ-পুটিং প্রকল্পের আওতায় সিডিডি প্রতিবন্ধি ব্যক্তিসহ ৫৭ জন ব্যক্তিকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তুলেছে। প্রশিক্ষিত এই স্বেচ্ছাসেবকদের হাতে বিভিন্ন উদ্ধার উপকরণ তুলে দেয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের চিফ কনসালট্যান্ট ড. আরিফুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রামের ইউএলও মোঃ বায়েজিদ হোসেন, সিডিডি’র ব্রীজ-পুটিং প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ এবং বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিগণ।

আলোচনায় জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তাআব্দুল হাই সরকার উল্লেখ করেন – কুড়িগ্রামে যেসব এনজিও দূর্যোগ এবং প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করে, তার মধ্যে সিডিডি অন্যতম। এই এনজিওটি প্রতিবন্ধি ব্যক্তিদের দূর্যোগ ঝুঁকি হ্রাসে যাত্রাপুরে দৃশ্যমান কার্যক্রম সম্পাদন করেছে, যা একটি দুর্যোগপ্রবণ ইউনিয়নের জন্য ভালো দৃষ্টান্ত।
সদরের যাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, সিডিডি বিভিন্ন সময়ে প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষ স্বেচ্ছাসেবক দল তৈরী করেছে, তাদের হাতে তুলে দেয়া এই উদ্ধার উপকরণগুলো দুর্যোগে উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সমন্বয় সভা শেষে ১৯ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের হাতে উদ্ধার উপকরণ তুলে দেন প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ ও আব্দুল হাই সরকার। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সমন্বয় সভা এবং উদ্ধার উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকল্প ব্যবস্থাপক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর