বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে পৌর শহরের বায়তুশ শরফ সড়কে এই ঘটনা ঘটে।-খবর তোলপাড় ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ জানান, নিহত ব্যক্তি চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবুল ফজলের ছেলে ফোরকান আহমেদ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ জানান, সাঈদীর গায়েবানা জানাজা শেষ করে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের একটি ভ্যান এবং স্বাস্থ্য কর্মকর্তার গাড়িতে ভাঙচুর চালায়। এতে বাধা দিতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে ভর্তি করা হয় সাইদীকে। সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।