শিরোনাম
শুভেচ্ছা বার্তা:
/
অর্থনীতি, আন্তর্জাতিক, কৃষি, ঢাকা
ভারত থেকে সাড়ে ২৪ হাজার টন চাল আসছে কাল

ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় আমদানিকৃত চালের প্রথম চালান ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল দেশে আসবে বৃহস্পতিবার ।
বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।-খবর তোলপাড়।
এতে বলা হয়, চালবোঝাই জাহাজটি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান। গত ১১ নভেম্বর তারিখের ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি হতে যাওয়া সেদ্ধ চাল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর