মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ নড়াইলে প্রশিক্ষণের উদ্বোধন করলেন এসপি এহসানুল কবীর ফেনী শহরের অধিকাংশ রাস্তা হাটু পানি, পরীক্ষার্থী ও জনদূর্ভোগ চরমে পুতিনের আদেশের বরখাস্তের কয়েক ঘন্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহত্যা ভুঁইফুড় অনলাইনশপ ফেসবুক পেজ অনলাইন দিয়ে কেনাকাটায় প্রতারণার ফাঁদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভোগীরা লালমনিরহাটে ক্লাসরুম থেকে দপ্তরির মরদেহ উদ্ধার জুলাই বিপ্লব: রংপুরে তিনজন সহ গেজেটে নাম নেই ২৩ জুলাই শহীদের চোখের জলে কাটে রাশমিকা মান্দানার ছুটির দিন সরাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, মসজিদের দ্বিতীয় তলা থেকে মরদেহ উদ্ধার বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

চর দখলের অভিযোগে যুবদল নেতাকে বহিস্কার

রিপোর্টারের নাম / ৪২ টাইম ভিউ
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

সংবাদদাতা, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সোহাগকে বহিস্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিস্কারের বিষয়টি আজ (৮ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন দলটির জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে ফেসবুকে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। বহিস্কারের কারণ হিসেবে চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাঁকে ইউনিয়ন পদের পাশাপাশি প্রাথমক সদস্যপদ ও দল থেকে বহিস্কার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বিকেলে মহিউদ্দিন সোহাগ বিএনপি-যুবদলের উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে চরের জমি দখলসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেন। ওই সময় তিনি নিজেও চরের জমি নিয়ে কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার তথ্য উল্লেখ করেন। তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে দলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এর প্রেক্ষিতে রাতেই তার বিরুদ্ধে দলীয় এ সিদ্ধান্থ ঘোষণা করা হয়। দলের নেতাকর্মীদের ধারণা ওই বক্তব্যের কারণেই তাঁকে বহিস্কার করা হয়েছে। রায়পুরে যুবদলের কোনো কমিটি না থাকায় জেলা কমিটিই এমন ব্যবস্থা নিয়েছে।

মহিউদ্দিন সোহাগ বলেন, বিএনপির দোহাই দিয়ে উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশীর কয়েকজন নেতা চরাঞ্চলের খাস ও মালিকীয় জমি জবরদখলের অভিযোগ করায় আমাকে বহিস্কার করা হয়েছে। আমার বক্তব্য শতভাগ সঠিক। এগুলো দলীয় ফোরামে বাহিরে মিডিয়ায় এভাবে বলা ঠিক হয়নি। এজন্য দলের শাস্তিকেও মেনে নিয়েছি। পাশাপাশি অপরাধীদেরও বিচার চাই।’

লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন বলেন, ‘জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিস্কারের সিদ্ধান্তটি ইতিমধ্যে কার্যকর করেছেন। বহিস্কৃত সোহাগের ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। তাঁর সাথে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর