রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

মাসে ৬০০ টাকায় যতবার খুশি ট্রেনে ঢাকা যাতায়াত

প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য নতুন স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত ভাড়া ও প্রতিদিন টিকিট সংগ্রহের ঝামেলা কমাতে মাসিক ৬০০ টাকার বিশেষ টিকিট চালু করা হয়েছে। এই টিকিটে একজন যাত্রী পুরো মাসে যতবার ইচ্ছা নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন।-খবর তোলপাড়।

স্বাভাবিকভাবে ট্রেনে একবার যাতায়াতের ভাড়া ২০ টাকা। অফিসগামী একজন মানুষের দৈনিক যাওয়া-আসার খরচ পড়ে ৪০ টাকা, যা মাসে ৬০০ টাকায় দাঁড়ায়। তুলনামূলকভাবে বাসে ভাড়া একদিনে ১০০ টাকা, যা মাসে প্রায় তিন হাজার টাকায় পৌঁছে। অর্থাৎ রেলওয়ের এই মাসিক টিকিট নিয়মিত যাত্রীদের খরচ অনেক কমিয়ে দিচ্ছে।

চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৮০-৯০ জন যাত্রী বিশেষ মাসিক টিকিট নিয়েছেন। তিনি আশা করছেন, সঠিকভাবে প্রচার হলে এই সংখ্যা দ্রুত বাড়বে। তিনি আরও বলেন, “৬০০ টাকা দিয়ে মাসিক টিকিট নিলেও কম ভ্রমণ করলে কোনো লোকসান হয় না।”

নিয়মিত যাত্রী আব্দুস সালাম বলেন, “বাসে যাওয়া-আসায় দৈনিক ১০০ টাকা খরচ হয়, কিন্তু ট্রেনে মাত্র ২০ টাকা। সবচেয়ে বড় সুবিধা—প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই।”

রেলওয়ের এই উদ্যোগ কেবল যাত্রীদের ভাড়া সাশ্রয় করছে না, ভোগান্তিহীন যাত্রার নিশ্চয়তাও দিচ্ছে। নগরবাসী মনে করছেন, শুধুমাত্র ব্যাপক প্রচারের মাধ্যমে আরও বেশি মানুষ এই সুবিধা সম্পর্কে জানতে পারবে এবং ট্রেনযাত্রা সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর