শিরোনাম
দিল্লিতে শিশু হাসপাতালে আগুন, নিহত কমপক্ষে ৭

ভারতের রাজধানী দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টা ৩২ মিনিটের দিকে বিবেক বিহার এলাকা থেকে একটি বেবি কেয়ার সেন্টারে আগুন লাগার খবর আসে। পরে সেখানে ফায়ার সার্ভিসের নয়টি দল গিয়ে আগুন নেভানোর কাজ করে।-খবর তোলপাড় ।
কর্তৃপক্ষ জানিয়েছে ওই হাসপাতাল থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হয়েছে এবং ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ছয় শিশু আহত হয়েছে তাদের অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে কী কারণে আগুন লেগেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর