মদিনায় ‘নবির কদম’ প্রকল্পের উদ্বোধন করলো সৌদি সরকার

মানবতার মুক্তির দূত ও আরবের মরুভূমির ফুল মহানবী মোহাম্মদ (সা.) মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, সেই ঐতিহাসিক পথটি পুনরায় তৈরি করার লক্ষ্যে ‘নবীর কদম’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সোমবার (২৭ জানুয়ারি) মদিনা নগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান এ প্রকল্পের উদ্বোধন করেন বলে জানিয়েছে গাল্ফ নিউজ।-খবর তোলপাড়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘নবীর কদম’ প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে সংযুক্ত করা ৪৭০ কিলোমিটারের একটি পথ রয়েছে, এর ৩০৫ কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। ৪১টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আর এগুলো সঙ্গে সম্পর্কিত পাঁচটি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে। দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে।
এই গমনপথ বরাবর ৮টি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে। আর পথ সংলগ্ন ৩০টির বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।
দৈনিক ১২ হাজার দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন, এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে। এই প্রকল্প ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে।
নির্ভুলতা ও সত্যতা নিশ্চিত করার জন্য ঐতিহাসিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়েছে। চলতি বছরের নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি ছয়মাস ধরে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।