শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

রাজারহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
Update : সোমবার, ২৭ মে, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৭মে) দুপুরে রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ রোকনুজ্জামান।

সভায় রাজারহাট উপজেলার সকল ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের গ্রাম আদালত ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এসময় গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা নথি ভুক্ত করা এবং নথি পত্র ব্যবস্থাপনা বিষয়ে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।

উল্লেখ্য যে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প টির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গত সেপ্টেম্বর’২৩ খ্রী: থেকে কুড়িগ্রাম জেলার ৩টি উপজেলা সহ বাংলাদেশের ২১ টি জেলার ১৭২ টি উপজেলার মোট ১৫৭১ টি ইউনিয়নে কার্যক্রম শুরু করে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর