সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

বিএনপির ১৫ দিনের কর্মসূচি শুরু

রিপোর্টারের নাম / ৮১ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

দলের প্রতিষ্ঠা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ মে) থেকে ১৫ দিনের কর্মসূচি শুরু করছে বিএনপি। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ১১ জুন পর্যন্ত আলোচনাসভাসহ নানান কর্মসূচি করবে দলটি।

দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দলের যৌথসভা শেষে গত ২২ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।-খবর তোলপাড় ।

ঘোষণা অনুযায়ী, ২৮মে প্রথম দিনে বেলা ১১টায় ডিআরইউতে বিএনপির গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা এবং তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান’ শীর্ষক আলোচনাসভা হবে। পরের দিন বুধবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনেও অনুষ্ঠিত হবে আলোচনাসভা।

জিয়ার মৃত্যুবার্ষিকীর দিন ৩০ মে সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দিন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে বিভিন্ন থানা ও ওয়ার্ডে দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হবে। এ ছাড়া ৩১ মে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় নয়াপল্টনের কার্যালয়ের সামনে গণদোয়া অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর