রাজারহাট উপজেলা জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

আমিনুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম):
২০ মার্চ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে রাজারহাট সরকারি মীরইসমাইল হোসেন কলেজ মাঠে রমজানের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলীর সঞ্চালনায় রাজারহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা আঃ মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি ও কুড়িগ্রাম ২ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, সাবেক উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান ও পেশাজীবী সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা আঃ রহিম প্রমুখ ।
শেষে রোজাদার মোমিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।