রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

কুড়িগ্রামে সমকাল প্রতিনিধিকে মারধর করে গুরত্বর আহত, হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম / ২০১ টাইম ভিউ
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম প্রেসক্লাবের বর্তমান নির্বাচিত কমিটি উপেক্ষা করে প্রেসক্লাব দখলের ষড়যন্ত্রে সঙ্গী না হওয়ায় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত কে অকথ্য গালিগালাজ ও ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাঈয়েদ আহমেদ বাবুর বিরুদ্ধে।

শনিবার(২৯ মার্চ) রাত ১১টার দিকে কুড়িগ্রাম পৌরসভা সংলগ্ন রাশেদুলের পুরাতন মোটর সাইকেল শোরুমের ভিতরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সুত্র জানায়,বেশ কিছু দিন থেকে সাইয়েদ আহমেদ বাবুর নেতৃত্বে কয়েক জনকে নিয়ে কমিটি গঠন করে কুড়িগ্রাম প্রেসক্লাব দখল করতে মরিয়া হয়ে ওঠ। সেই কমিটিতে সুজন মোহন্ত নাম অন্তর্ভুক্তের অপারগতা জানানোর জেরে শনিবার (২৯ মার্চ) রাতে সাইয়েদ আহমেদ বাবু ফোনে সুজন মোহন্ত কে গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানাতে গেলে সাংবাদিক সুজন মোহন্তকে বেধরক মারপিট করেন বাবু।

আহত সাংবাদিক সুজন মোহন্ত বলেন,’আমি প্রেসক্লাব দখলের পক্ষে না। আমাকে প্রস্তাব দিলে আমি তা প্রত্যাখান করি ও প্রতিবাদ জানাই। যার কারণে তিনি প্রথমে ফোনে গালিগালাজ ও পরে ডেকে নিয়ে রাশেদুলের দোকানে আমাকে অনেক মারধর করেন।

ঘটনায় উপস্থিত পুরাতন মটর সাইকেল ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন,’মারধরের ঘটনাটি কাকতালীয় ভাবে ঘটেছে । আমার করার কিছু ছিলো না।নাম না প্রকাশ করার শর্তে পাশের এক ব্যবসায়ী বলেন, রাশেদুল ও সাইয়েদ আহমেদ বাবুর প্রধান সহযোগী। সে ইচ্ছে করলেই বাবুকে থামাতে পারতো,কিন্তু তা সে করেনী।

কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন,’ বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রেসক্লাব দখলের ষড়যন্ত্রে সে লিপ্ত না হওয়ায় এরকম পেশি শক্তি দেখানো টা ঠিক হয়নি।

টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য মোঃ বাদশাহ সৈকত বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লাহ বলেন এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনী। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর