হরিজন-দলিত সম্প্রদায়ের সাথে এনসিপির ঈদ আনন্দ

সংবাদদাতা,কুড়িগ্রাম:
হরিজন-দলিত সম্প্রদায়ের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে এক ভিন্নধরনের সম্প্রীতির আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটির এনসিপি।
গতকাল সোমবার ঈদের দিনে বিকেলে জেলার সদর উপজেলার পাওয়ার হাইজ পাড়ার ‘নিরন্তর ভালোবাসা শিশু শিক্ষা’ প্রাঙ্গনে এ দলিত সম্প্রদায়ের মানুষের সাথে মিষ্টি ও সেমাই বিতরণ করে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এসসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ,বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক জয় বাসফোর,জাতীয় নাগরিক কমিটির কুড়িগ্রাম জেলা সংগঠক মুকুল মিয়া,মোজাম্মেল হক বাবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ অন্যান্যরা।
এসময় বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন,আমরা এখন বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত ঈদ পালন করছি। এখন আর দেশের মানুষ ভয়ে নেই,আতঙ্কে নেই। ইতোপূর্বে এ দেশে নানা ধরনের বৈষম্য হয়েছে। আর সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়েছে হরিজন ও দলিত সম্প্রদায়ের মানুষ। তাদেরকে নানাভাবে উন্নয়নের কথা বলে ব্যবহার করা হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে তাদের কোনো উন্নয়নই হয়নি। তিনি আরো বলেন,২৪ পরবর্তী বাংলাদেশে আমরা আর এই বৈষম্য দেখতে চাই না। আমরা সকলের সমান উন্নয়ন চাই।