উলিপুরে কয়েলের আগুনে পুড়ে গেল দিনমজুরের ঘর

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে কয়েলের আগুনে এক দিনমজুরের তিনটি ঘরসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের রামপ্রসাদ হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত আম্বার হোসেনের ছেলে হোসেন আলী প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেন। এরপর রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে। মুহূর্তে তা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনে গোয়াল ঘরসহ তিনটি ঘর, আসবাবপত্র, ধান, চাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দিনমজুর হোসেন আলী জানান, তার অন্তত দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে তবে ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।##