রাজারহাটে বাংলা বর্ষবরণে হাজারও মানুষের ঢল

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পহেলা বৈশাখ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা শিশু পার্ক থেকে র্যালিটি রাজারহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামন দিয়ে শিশু পার্কে মিলিত হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে বৈশাখী স্টলগুলো প্রদর্শন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। এ বারের বর্ষবরণ অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চাকুরিজীবি, ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। শেষে উপজেলা শিশুপার্ক চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়।